• November 252024
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিটি আলোর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া, সিটি ব্যাংক এবং টিএমএসএস এর উদ্যোগে ‘সিটি আলো সার্টিফিকেট প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার পুণ্ড্র ইউনিভার্সিটির পুরাতন একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, মোছা: শেলী খাতুন। উল্লেখ্য যে, সিটি ব্যাংকের উদ্যোগে সিটি আলো পুণ্ড্র ইউনিভার্সিটির সাথে নারী উদ্যোক্তা তৈরীর জন্য দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্টারঅ্যাকটিভ কর্মশালা, হাতে কলমে প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ এবং ব্যবসায়িক জ্ঞান অর্জনের জন্য প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত যুগোপযুগী। আট সপ্তাহ ব্যাপী এ কোর্সের মেয়াদ শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। কোর্সটিতে বিভিন্ন বিভাগের ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করেছিল।

Related Events